নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে

নিজেই নিজের ভোটার আইডি কার্ড কিভাবে দেখবেন? সেই সহজ উপায় আমি আজকে আপনাদের দেখাবো।

আপনার হাতের স্মার্ট ফোন বা যেকোনো কম্পিউটার থেকে  এই লিংকটিতে যেতে হবেঃ  https://services.nidw.gov.bd/nid-pub/voter-info । 


নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

  1. চিত্রে দেখানো নিয়ম অনুযায়ী "ভোটার তথ্য" ট্যাব এ ক্লিক করুন। 
  2. এরপর ভোটার তথ্য লেখার নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফর্ম নম্বর দিন। ঠিক যেইভাবে ১নং ধাপ ছবিতে দেয়া আছে। 
  3. ২ নং ধাপ দেখানো উপায়ে আপনার জন্ম তারিখটি সঠিকভাবে প্রদান করুণ। 
  4. ৩নং ধাপে আপনি কিছু লেখা পাবেন সেটাকে নিচের ৪নং ধাপের বক্সে প্রদান করতে হবে।
  5. ৫ নং ধাপে "ভোটার তথ্য দেখুন" এই বাটনটিতে ক্লিক বা চাপ দিলেই আপনার ভোটার আইডি কার্ড এর সকল তথ্য দেখতে পারবেন। 

নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে

নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখতে আপনার ফোনের যেকোনো ইন্টারনেট ব্রাউজার যেমন গুগল ক্রম, মযিলা ফায়ার ফক্স, অপেরা বা যেকোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে ভিজিট করুণ নিচের ওয়েব সাইট। 
সরকারি ওয়েব সাইটঃ https://services.nidw.gov.bd/nid-pub/ 



নিচের ভিডিওতেও দেখানো হয়েছে কীভাবে আপনি আপনার বাংলাদেশি ভোটার আইডি কার্ড দেখতে পারবেন